Bengali | Biren Bhattacharya | Saturday September 7, 2019
শনিবার রাত ১.৫৫ নাগাদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার কথা চন্দ্রযান-২-এর(Chandrayaan 2), চাঁদের দক্ষিণ মেরুর সবচেয়ে কাছে পৌঁছানো প্রথম দেশ হিসেবে রেকর্ড করতে চলেছে ভারত। মূল কক্ষপথ থেকে আলাদা হয়েছে বিক্রম, ১.৩০ থেকে ২.৩০ এর মধ্যে সঠিকভাবে চাঁদের মাটিতে অবতরণের জন্য দুটি উত্তরণ করেছে বিক্রম (Vikram )। ইসরো (ISRO) জানিয়েছে, ল্যান্ডার থেকে ভোর ৫.৩০-৬.৩০ এর মধ্যে ল্যাল্ডার থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান। চাঁদের সম্পদসহ পুরো বিষয় নিয়ে গবেষণা চালাবে প্রজ্ঞান। এছাড়াও চন্দ্রপৃষ্ঠে জলের সন্ধান, উচ্চ ক্ষমতা সম্পন্ন ছবিও তুলবে প্রজ্ঞান। সংস্থার চেয়ারম্যান কে শিবান, চন্দ্রযান-২ কে ইসরোর “সব মিশনের থেকে সবচেয়ে জটিল” বলে মন্তব্য করেছেন।
www.ndtv.com/bengali