Bengali | Edited by Biren Bhattacharya, Biswadip Dey | Sunday March 22, 2020
করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে ৩১ মার্চ পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে রেলের তরফে, শনিবার রাত পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০ জন। বিহার এবং মুম্বইয়ে, মোট দুজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬ জন। দেশে ৩৬০টি করোনা আক্রান্তের ঘটনা রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল, ফলে এই ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে দেশজুড়ে ১৪ ঘন্টার জনতা কার্ফুর ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০.৪৫টা পর্যন্ত ৩১৫জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২২ জন। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩,০০০০০ এবং মৃতের সংখ্যা ১৩,০০০।
www.ndtv.com/bengali