Bengali | Press Trust of India | Saturday June 29, 2019
রাজ্যবাসীকে সজাগ করে মমতা জানান, "আমাদেরও জল অপচয় না করে সঞ্চয়ের দিকে মন দিতে হবে। রাজ্যে চালু করতে হবে জলধর জল ভরোর মতো প্রকল্প।" প্রসঙ্গত, ২০১১-১২ সালে বৃষ্টির জল জমিয়ে তাকে পরিশ্রুত পানীয়ের রূপ দিতেই এই প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার।
www.ndtv.com/bengali