Bengali | Edited by Sumana Chakraborty, Sumana Chakraborty | Wednesday September 4, 2019
ঘটনাটি গুরুগ্রামের। এক স্কুটি চালককে ট্রাফিক পুলিশ ২৩,০০০ টাকার চালান কাটে। ট্রাফিক পুলিশের কথানুসারে চালকের কাছে হেলমেট, রেজিস্ট্রেশান সার্টিফিকেট, গাড়ির বীমা, দূষণের কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ছিল না। যার ফলে নতুন আইন অনুসারে তাকে সব মিলিয়ে ২৩,০০০ হাজার টাকার চালান কাটে পুলিশ। কিন্তু স্কুটি চালক চাইছে তার জরিমানা কম করে দেওয়া হোক, কারণ তার মতে স্কুটির বর্তমান মূল্য ১৫০০০ টাকার বেশি হবে না।
www.ndtv.com/bengali