Bengali | Edited by Indrani Halder | Monday December 16, 2019
নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ (Citizenship Amendment Act) বাস্তবায়নের পরেই দেশের বিভিন্ন জায়গায় জনগণের রোষ আছড়ে পড়েছে। বিক্ষোভ প্রদর্শন চলছে বাংলার বিভিন্ন জায়গাতেও। রবিবার থেকেই এ রাজ্যে (West Bengal) যেন এই বিক্ষোভের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। সোমবারও রাজ্যের বিভিন্ন জায়গায় রেল ও সড়ক পথ অবরোধ করে চলছে বিক্ষোভ-আন্দোলন। এর জেরে বাতিল করতে হয়েছে বহু ট্রেন। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার শাখার বেশ কয়েকটি ট্রেন সোমবার বাতিল (Train cancelled) করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারির। তিনি জানান, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া এবং হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী শতাব্দী এক্সপ্রেস সোমবার বাতিল থাকবে। পাশাপাশি হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস, যা সোমবার হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে এই পরিস্থিতির জেরে।
www.ndtv.com/bengali