Bengali | Edited by Indrani Halder | Saturday January 11, 2020
"এনআরসি ছিঃ ছিঃ ছিঃ, সিএএ ক্যা ক্যা ক্যা, ক্যা ক্যা ছিঃ ছিঃ, ছিঃ ছিঃ ক্যা ক্যা", এভাবেই জাতীয় নাগরিকপঞ্জিকরণ বা এনআরসি (NRC) এবং সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র (CAA) বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এনআরসি এবং সিএএ নিয়ে গানও বাঁধলেন তিনি। রাজ্য (West Bengal) তথা দেশের মানুষকে সচেতন করতে এই দুই বিষয় নিয়ে নানা কথা গানে গানে সুরের মাধ্যমে পৌঁছে যাবে আমজনতার কাছে, এমনটাই চান তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর দেওয়া গানটি গাইলেন দলের সাংসদ তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। নিজের ফেসবুক পেজে সেই গানটি শেয়ারও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "বন্দুক,গুলি,আগুনে নয়, প্রতিবাদ হোক গানে-কবিতায়", ইন্দ্রনীল সেনের গাওয়া গানটি শেয়ার করে এমন বার্তাই দেন তৃণমূল সুপ্রিমো।
www.ndtv.com/bengali