Bengali | Edited by Indrani Halder | Tuesday June 9, 2020
রাজ্যের (West Bengal) স্বাস্থ্য দফতর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, কিন্তু করোনা ভাইরাসের (Coronavirus)সঙ্কট মোকাবিলায় পর্যাপ্ত সময় ব্যয় করছেন না তিনি, অভিযোগ তুলল বিরোধী দল বিজেপি (BJP)। পাশাপাশি এই কোভিড পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গে পূর্ণ-সময়ের জন্যে একজন স্বাস্থ্য মন্ত্রী নিয়োগের দাবিও জানিয়েছিল গেরুয়া দল। জানা গেছে, ইতিমধ্যেই করোনার বাড়বাডন্ত রুখতে এবং ঘূর্ণিঝড় আমফান পরবর্তী পরিস্থিতি সামলাতে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) একটি চিঠিও দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মনরেগা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা ও চাকরি দেওয়ার কথাও বলেন তিনি।
www.ndtv.com/bengali