Bengali | Edited by Indrani Halder | Sunday November 3, 2019
ক্রমশই যেন দূষণ বাড়ছে রাজধানী দিল্লিতে। রবিবার রাজধানীতে দূষণের মাত্রা ৬০০ ছাড়িয়ে যাওয়ার কারণে ৩২ টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয় । শনিবার যেখানে দিল্লিতে দূষণের মাত্রা (Delhi AQI) ছিল ৪০৭, সেখানে রবিবার বাতাসে বায়ুদূষণের সূচক বা একিউআই বেড়ে ৬২৫-এ পৌঁছে যায়। গোটা শহর জুড়ে এতটাই ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে যে শ্বাস নেওয়াও দুষ্কর হয়ে দাঁড়াচ্ছিল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই পরিস্থিতিকে "অসহনীয়" আখ্যা দিয়ে বলেন যে দিল্লির মানুষ এমন ভোগান্তির শিকার (Delhi Pollution) হচ্ছেন যাতে "তাঁদের কোনও দোষ নেই" । দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও দূষণের মাত্রা অত্যন্ত বেশি ছিল, উত্তরপ্রদেশের নয়ডায় দূষণের কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। মনে করা হচ্ছে সোমবার এই দূষণ রোধের (Delhi Smog) বিষয়ে কী পদক্ষেপ করা যায় তা নিয়ে বিবেচনা করবে সুপ্রিম কোর্ট ।
www.ndtv.com/bengali