Bengali | Reported by Sanket Upadhyay, Edited by Biswadip Dey | Friday January 10, 2020
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়াতে সেখান যাওয়ার পর থেকেই বিজেপি নেতানেত্রীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। এবার সেই তালিকায় নয়া সংযোজন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। বৃহস্পতিবার তিনি দীপিকার সম্পর্কে বলেন, ‘‘২০১১ সালেই ওঁর রাজনৈতিক পছন্দ বোঝা গিয়েছিল। উনি কংগ্রেসকে সমর্থন করেন।'' চেন্নাইয়ে ‘নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস' আয়োজিত এক অনুষ্ঠানে দীপিকাকে আক্রমণ করেন স্মৃতি ইরানি। তিনি বলেন, ‘‘আমি মনে করি যাঁরাই এই সংবাদ পড়বেন তাঁরাই বুঝবেন আপনি কোথায় দাঁড়াতে চলেছেন। বুঝবেন আপনি তাঁদের পাশে দাঁড়াচ্ছেন, যাঁরা প্রতিটি সিআরপিএফ জওয়ানের মৃত্যুকে উদযাপন করেন।''
www.ndtv.com/bengali