Bengali | NDTV | Monday October 8, 2018
Mahalaya Mohusasurmordini : দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হল। বড় বড় পুজো কমিটিরা মেতে উঠেছে শারদ উৎসবের উল্লাসে নিজেদের উল্লেখযোগ্যভাবে অন্তর্ভুক্ত করে তোলার আনন্দে। এমন সময়েই চলে এল বাঙালির জীবনের অন্যতম ঐতিহ্যবাহী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 'মহিষাসুরমর্দিনী'। আর আপনার সামনে এখন যদি রেডিও না থাকে তাহলেও চিন্তা নেই। এখানেই শুনে নিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী । 1931 সালে প্রথমবার রেডিওতে শোনা যায় নব্বই মিনিটের এই ঐতিহাসিক অনুষ্ঠান- 'মহিষাসুরমর্দিনী'।
www.ndtv.com/bengali