Bengali | NDTV | Sunday May 12, 2019
লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলেছে এবং তুলছে বাম, ডান সব দলই। একে অপরের বিরুদ্ধে তোপ, বেকাকরত্ত্ব, নীতিহীনতা সহ একে অপরকে বিভিন্ন অভিযোগে বিঁধছে, তবে সেসব থেকে বহুদূরে রয়েছে দক্ষিণ কলকাতা লোকসভা( Kolkata Dakshin constituency)কেন্দ্রের নির্দল প্রার্থী নীরজ আগরওয়াল। তাঁর প্রচারে মূল ইস্যু পরিবেশ রক্ষা। আর সেই বিষয় নিয়েই লাগাতার প্রচার করে চলেছেন তিনি। কাজের দিনে বিকেল ৫টা থেকে হেঁটে প্রচার করছেন নীরজ আগরওয়াল। সঙ্গে রয়েছে তাঁর প্রতীক, দূরবীন। নিজের দুই ছেলে রয়েছে নির্দল প্রার্থী নীরজ আগরওয়ালের, তাঁদের জন্য দূষণমুক্ত পরিবেশ চান তিনি, লাগাতার চলছে তারই প্রচার।
www.ndtv.com/bengali