Bengali | Edited by Indrani Halder | Friday March 20, 2020
শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই যেন সমাপ্তি হল এক অন্ধকারময় অধ্যায়ের (2012 Delhi Rape Case)। ফাঁসি আটকানোর হাজার চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত চরম সাজাই মেনে নিতে হল নির্ভয়া কাণ্ডের ৪ আসামিকে। দিল্লির এক প্যারামেডিকেল ছাত্রী, যে পরে পরিচিত হয় 'নির্ভয়া' নামে, তাঁকে গণধর্ষণ এবং তারপর নৃশংসভাবে হত্যার অভিযোগে ফাঁসিতে (Nirbhaya case) ঝোলানো হল অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও মুকেশ সিংকে। দিল্লির তিহার জেলে এই ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় দীর্ঘ ৭ বছর পর হয়তো কিছুটা হলেও শান্তি পেল অসময়ে চিরঘুমে চলে যাওয়া নির্ভয়ার (Nirbhaya) আত্মা।
www.ndtv.com/bengali