Bengali | Edited by Biswadip Dey | Friday January 10, 2020
১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট (Union Budget 2020) পেশের আগে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই বৈঠক নিয়ে এবার প্রধানমন্ত্রীকে বিঁধলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi)। শুক্রবার সকালে করা একটি টুইটে রাহুল দাবি করেন, প্রধানমন্ত্রী বৈঠক করলেও দেশের বৃহত্তম অংশ যথা কৃষক, মহিলা ও পড়ুয়াদের বিষয়ে কেন্দ্রের কোনও মাথাব্যথা নেই। তিনি লেখেন, ‘‘প্রধানমন্ত্রীর সবচেয়ে বিস্তৃত বাজেট বৈঠক কেবলই তাঁর শিল্পপতি বন্ধু ও অতি ধনীদের জন্যই সীমাবদ্ধ। কৃষক, পড়ুয়া, যুব, মহিলা, সরকারি ও বেসরকারি কর্মী, ছোট ব্যবসায়ী ও মধ্যবিত্ত করদাতাদের মতামত বা দাবি নিয়ে তাঁর কোনও কৌতূহল নেই।’’
www.ndtv.com/bengali