Bengali | Written by Indrani Halder | Tuesday June 2, 2020
আমফানের (Amphan)রেশ কাটতে না কাটতেই এবার ভারতের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে আরও একটি মারাত্মক ঘূর্ণিঝড়, "নিসর্গ" (NISARGA)। দেশের আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করে জানিয়েছে যে আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও প্রবল শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা ওই ঘূর্ণিঝড়টির (Cyclone NISARGA)। আগামী ৬ ঘণ্টার মধ্যে "নিসর্গ" (Cyclone) আরও শক্তি সঞ্চয় করে ধেয়ে যাবে উত্তর দিকে এবং আগামীকাল অর্থাৎ বুধবারের মধ্যে প্রবল গতিতে সে আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র উপকূলে। তারপর উত্তর মহারাষ্ট্র হয়ে পার্শ্ববর্তী দক্ষিণ গুজরাট উপকূল ধরে ওই ঝড় যেতে পারে দমনের দিকে, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই এই প্রবল ঘূর্ণিঝড় থেকে বাঁচতে মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল ফাঁকা করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে নিসর্গ মোকাবিলায় কেন্দ্রের তরফ থেকে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
www.ndtv.com/bengali