Bengali | Edited by Indrani Halder | Tuesday March 3, 2020
এবার রাহুল গান্ধিকে রোমিং প্যাক ব্যবহার করার পরামর্শ দিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে তাঁর পরামর্শ বিদেশে যখন ছুটি কাটাতে যাবেন রাহুল, তখন যেন তিনি (Rahul Gandhi) তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি চালু রাখতে রোমিং প্যাক ব্যবহার করেন। আসলে সোমবার দেশবাসীকে চমকে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ট্যুইট করেন যে, তিনি তাঁর টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাকাউন্ট সহ সোশ্যাল মিডিয়ার ব্যবহার বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। যদিও তাঁর কারণ বিশদে ব্যাখা করেননি তিনি। সেই সময়েই প্রধানমন্ত্রীর এই টুইটকে কটাক্ষ করে রাহুল গান্ধি লেখেন, “ঘৃণা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া নয়”। এরপরেই বিজেপি নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ওই কংগ্রেস নেতাকে লক্ষ্য করে তীর্যক উক্তি ছুঁড়ে দেন।
www.ndtv.com/bengali