Bengali | Edited by Indrani Halder | Friday March 13, 2020
ক্রমশই কংগ্রেসের অন্দরমহলে বিক্ষোভের আগুন তীব্র হচ্ছে, মধ্যপ্রদেশের সঙ্কটের পর এবার অসমেও শুরু হতে পারে ঘর ভাঙার খেলা, এমনটাই ইঙ্গিত দিলেন সে রাজ্যের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। উত্তর-পূর্বের (Assam) ওই গেরুয়া নেতা দাবি করেছেন যে অসমে কমপক্ষে একজন কংগ্রেস বিধায়ক (Assam Congress) বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আরও অন্তত ৩ জন পদ্ম শিবিরে (Assam BJP) যোগ দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করছেন বলেও জানান তিনি (Himanta Biswa Sarma)। গোটা দেশে যেন ধীরে ধীরে কমছে হাতের শক্তি (Congress)। মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে পদত্যাগ করেন ২২ কংগ্রেস বিধায়কও, এর জেরেই সঙ্কটে কমল নাথ সরকার, আর এই পরিস্থিতিতে বেজায় চিন্তিত অসম কংগ্রেসও। কেননা আগামী বছরে সে রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন, তার আগে যদি হাতের শক্তি কমে যায় তাহলে বিপাকে পড়বে কংগ্রেস।
www.ndtv.com/bengali