Bengali | Edited by Indrani Halder | Tuesday March 17, 2020
ভারতীয় নৌসেনার (Indian Navy) মহিলা আধিকারিকদের জন্যে স্থায়ী কমিশনের দাবি মঞ্জুর করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। "পুরুষ নৌসেনা আধিকারিকদের সমকক্ষ মহিলা আধিকারিকরাও", নারী-পুরুষকে একইভাবে দেখা উচিত এই যুক্তিতে সাফ জানাল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারকে আগামী তিন মাসের মধ্যে নৌবাহিনীতে মহিলাদের জন্যে স্থায়ী কমিশন প্রয়োগের নির্দেশও দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। জানা গেছে, সরকারের তরফ থেকে এর আগে শীর্ষ আদালতকে জানানো হয়েছিল যে মহিলা নৌ আধিকারিকরাও দেশের যুদ্ধজাহাজগুলি কাজ করতে সক্ষম। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ বলেছে যে মহিলা নৌ-কর্মীরা, যাঁরা নিরন্তর দেশ তথা জাতির সেবা করছেন তাঁদের জন্যে স্থায়ী কমিশন গঠন না করা হলে অন্যায় করা হবে।
www.ndtv.com/bengali