Bengali | Edited by Indrani Halder | Monday April 27, 2020
করোনা সংক্রমণের (Coronavirus Cases India) থেকে যেন রেহাই নেই, প্রতিদিনই নতুন করে মানুষজন আক্রান্ত হচ্ছেন মারাত্মক সংক্রামক ওই রোগে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সোমবার জানিয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস বাসা বেঁধেছে ১,৩৯৬ জনের শরীরে। আর মাত্র একদিনের মধ্যেই মারা (Coronavirus Deaths) গেছেন আরও ৪৮ জন, ফলে দেশে এখন করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৭২, আর সব মিলিয়ে করোনা সংক্রমিত মোট ২৭,৮৯২ জন। এদিকে সোমবারই দেশে জারি থাকা লকডাউনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৫ মার্চ থেকে গোটা দেশে লকডাউন জারি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে এই নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন তিনি। ২০ এপ্রিল থেকে যেভাবে লকডাউনের বিধিনিষেধে আংশিক ছাড় দেওয়া হচ্ছে সে বিষয়েও নিজেদের মতামত জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আলোচনায় উঠে আসতে পারে করোনা টেস্ট কিট সম্পর্কেও নানা কথা এবং চিকিৎসকদের সুরক্ষা নিয়েও হতে পারে আলোচনা। পাশাপাশি করোনা মহামারীর সঙ্গে যুঝতে কেন্দ্রের থেকে বিশেষ আর্থিক সাহায্যও চাইতে পারে রাজ্যগুলো। রবিবার প্রধানমন্ত্রী মোদি "মন কি বাত" অনুষ্ঠানে COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলির ভূমিকার প্রশংসা করেন।
www.ndtv.com/bengali