Bengali | NDTV Offbeat Desk | Friday March 22, 2019
‘আনপপুলার ওপিনিয়ন’ (Unpopular Opinions) মেমে দেখেছেন নিশ্চয়ই? টুইটার (Twitter) জুড়ে তো আপাতত তারই দাপট। এর প্রেক্ষাপট খুবই সাধারণ। এক ব্যক্তি অন্য জনকে কোনও একটি বিতর্কিত বা একেবারে বিপরীত মেরুর বিষয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবেন। এ ভাবে একটি কথোপকথন শুরু হয়। কিন্তু এই ‘আনপপুলার ওপিনিয়ন’- মাঝেমধ্যেই বাদী ও বিবাদী দু’পক্ষের মধ্যে এমন বিতর্ক লাগিয়ে দিচ্ছে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে।
www.ndtv.com/bengali