Bengali | Edited by Indrani Halder | Thursday January 16, 2020
অভিযোগ, ফুলিয়া স্টেশন ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও সেখানে দাঁড়ায়নি সেটি। বুধবার শিয়ালদহ থেকে রাত ৯টা ৫০ মিনিট নাগাদ ছাড়ে আপ শান্তিপুর লোকাল (Sealdah-Shantipur Local)। শিয়ালদহ থেকে ছাড়ার পর ঠিকঠাকই চলছিল ট্রেনটি। কিন্তু রানাঘাট স্টেশন ছাড়ার পর থেকেই হঠাৎ শান্তিপুর লোকালের গতি অস্বাভাবিক বেড়ে যায়। অবাক হয়ে ট্রেনের যাত্রীরা দেখেন রাত ১১.৫৩ মিনিটে ফুলিয়া স্টেশনে (Fulia Station) ট্রেনটি দাঁড়ানোর কথা থাকলেও স্টেশন ছাড়িয়ে চলে যায় সেটি। পরে ট্রেনের গার্ডের তৎপরতায় রাত ১১.৫৮ মিনিটে পরের হল্ট স্টেশন বাথনায় গিয়ে দাঁড়ায় শান্তিপুর লোকাল।
www.ndtv.com/bengali