Bengali | Edited by Indrani Halder | Friday April 24, 2020
শুক্রবার থেকেই শুরু হয়ে গেল রমজান মাস (Ramzan)। বিশ্ব জুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষজন এই সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন। করোনা ভাইরাসের কবলে এখন সারা দুনিয়া। এই রোগের (Coronavirus) সংক্রমণ রুখতে বিশ্বের সব প্রান্তের মানুষই এখন স্যোশাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউনের (Coronavirus Lockdown) মধ্যে দিয়ে চলেছে। ভারতেও ৩ মে পর্যন্ত লকডাউন জারি। এই সময় সকলেই বার্তা দিচ্ছেন, ধর্মীয় জমায়েত করে নয়, যে যার ঘরে বসেই পালন করুন রমজান। মুসলিম সম্প্রদায়ের এই পরবে তাঁদের শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একটি টুইটে তিনি (Mamata Banerjee) লেখেন, "বাংলা চিরদিনই ঐক্যবদ্ধভাবে বিপদের মোকাবিলা করেছে। রমজানের মাসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই মহামারীর মোকাবিলা করব"।
www.ndtv.com/bengali