Bengali | Written by Renaissance Chakraborty | Thursday October 10, 2019
বাইপাসের ধারে পাইক বাড়ির দুর্গাপুজোয় সিঁদুর খেলায় চাঁদের হাট।অপরাজিতা আঢ্য,পার্ণো মিত্র থেকে শুরু করে সায়নী ঘোষ,অরুনিমা ঘোষ,শ্রীতমা ভট্টাচার্য।সবাই মাতলেন সিঁদুর খেলায়।লাল,সাদা শাড়িতে প্রত্যেকেই যেন ছিলেন অপরূপা।
গত পনের বছর ধরে হয়ে আসছে,পাইক বাড়ির পুজো।ভোলা পাইকের পুজো বলেই বেশি পরিচিতি এর। পুজোর চারদিন আনন্দ খাওয়া দাওয়া তো থাকেই তবে বিসর্জনের দিন এবার পাইক বাড়ি হয়ে উঠেছিল একেবারে যেন এক টুকরো গ্রাম বাংলা। গ্রাম বাংলার নানান জায়গার আদিবাসী শিল্পকে তুলে ধরা হয় এখানে।
ছৌ নাচ, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র যেমন ছিল তেমনই নানা প্রান্তের মুখোশ,রণ পায়েরও দেখা মিলল এখানে।
শহরের ইঁট কাঠ পাথরের জঙ্গলে এক টুকরো বাংলা আর টলিপাড়ার গ্ল্যামার কুইনদের উপস্থিতি দেবীর বিদায়বেলাতেও হাসি ফোটালো সবার মুখে।
www.ndtv.com/bengali