Bengali | Reported by A Vaidyanathan, Edited by Biswadip Dey | Tuesday January 28, 2020
নির্ভয়া কাণ্ডের (Nirbhaya Case) চার অপরাধীর ফাঁসি হওয়ার কথা ১ ফেব্রুয়ারি ভোর ৬টায়। তার আগে নির্ভয়া কাণ্ডের অন্যতম অপরাধী মুকেশ সিংহ (Mukesh Singh) তার প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতির খারিজ করে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাল সুপ্রিম কোর্টে। আগামী বুধবার সুপ্রিম কোর্ট সেই পিটিশনের রায় দেবে। মুকেশের আইনজীবী মঙ্গলবার শীর্ষ আদালতকে জানান, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সমস্ত নথি পাঠানো হয়নি। তাই তাঁর ক্ষমা ভিক্ষার আর্জিতে নেওয়া সিদ্ধান্ত বিধিবহির্ভূত। তাঁৱ দাবি, মুকেশকে জেলে মারধর করা হয়েছে এবং যৌন নিগ্রহ করা হয়েছে। সেই সব নথি রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি। শীর্ষ আদালত তাঁর আবেদন খারিজ করে জানায়, সব নথি রাষ্ট্রপতিকে দেওয়ার প্রয়োজন পড়ে না।
www.ndtv.com/bengali