Bengali | Edited by Joydeep Sen | Thursday April 2, 2020
যদিও অন্য কথা বলছে মৃতের ছেলে। তাঁর অভিযোগ, "আমি বাবার দেহ নিয়ে প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করেছি কেউ সাহায্য করতে আসেনি। আমরা চেয়েছিলাম মালাড-মালওয়ানি কবরস্থানে সৎকার করতে। কিন্তু কবরস্থান কমিটি সৎকারে অনুমতি দেয়নি। বলা হয়েছিল, করোনা সংক্রমণে মৃত্যু, তাই কবর দেওয়া যাবে না।" যদিও, স্থানীয় বিধায়কের সুর শোনা গিয়েছে কাউন্সিলরের গলাতে। তাঁর দাবি, "পুরসভার কর্মীরা জানতেন, করোনায় কোনও মুসলিমের মৃত্যু হলে স্থানীয় স্থানে কবর দিতে হবে। সেখানে কীভাবে যোগেশ্বরী থেকে মালাড আনা হল দেহ।"
www.ndtv.com/bengali