Bengali | Edited by Joydeep Sen | Saturday February 1, 2020
টানা বাজেট (Union Budget 2020) পেশ করতে গিয়ে শনিবার হঠাৎ অস্বস্তি অনুভব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Finance Minister)। বাজেট বক্তৃতার মাঝপথেই ঘামতে ঘামতে বেঞ্চে বসে পড়েন তিনি। অন্য মন্ত্রীদের দেখা যায় এগিয়ে এসে তাঁকে ক্যান্ডি খাওয়াতে। এনডিএ শরিক তথা শিরোমণি অকালি দলের সাংসদ মন্ত্রী হরসিমরত কৌর বাদল অর্থমন্ত্রীকে জল এগিয়ে দেন। সামান্য সুস্থ বোধ করে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বলেন, "আর দুটো পাতা আছে। আমি শেষ করতে চাই।"
www.ndtv.com/bengali