Bengali | Marissa J Lang, The Washington Post | Monday April 22, 2019
সে ছবি আঁকে। রং করে। তৈরি করে মাটির পুতুল। লিখতে পারে ইংরেজি এবং ম্যান্ডারিন ভাষা। এই বছরই প্রথম টানা হাতের লেখা লিখতে শিখল সে। তারপর জিতে নিল জাতীয় হাতের লেখা প্রতিযোগিতায় সেরার শিরোপা। এতদূর পর্যন্ত পড়ে আপাতভাবে যেটুকু মনে হওয়া সম্ভব, তা হল, এ আর এমন কী! এই খবরের মধ্যে আছেটাই বা কী! এমন তো কতই হয়! আসলে যে তথ্যগুলি এখানে দেওয়া হল, তা সত্য। কিন্তু তার থেকেও বড় এবং জটিল সত্যটি হল, যে লড়াই করে ১০ বছরের সারা হিনসেলে এই সত্যটিতে পৌঁছতে পারল, সেটি। জন্ম থেকেই এই একরত্তি মেয়েটির দুটো হাতই নেই।
www.ndtv.com/bengali