Bengali | NDTV | Monday June 17, 2019
আবারও বিতর্কে জড়ালেন বিজেপি (BJP) নেত্রী প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur)। সোমবার লোকসভায় (Lok Sabha) সংস্কৃতে শপথগ্রহণের সময়ে তিনি তাঁর আধ্যাত্মিক গুরুর নাম যুক্ত করে নেন। বিরোধী নেতানেত্রীরা কক্ষে প্রতিবাদ করে ওঠেন। তাঁদের দাবি ছিল, শপথগ্রহণের সময় সঠিক পদ্ধতি মেনেই চলতে হবে সাংসদদের। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ৪৯ বছরের রাজনীতিবিদ তাঁর নাম উচ্চারণের সময় গুরুর নাম উচ্চারণ করে বলেন, ‘‘স্বামী পূর্ণ চেতনানন্দ অবদেশানন্দ গিরি।'' বিরোধীদের প্রতিবাদের উত্তরে তিনি(Pragya Thakur) দাবি করেন, তিনি নাম উচ্চারণের সময় যা উচ্চারণ করছেন, তা তিনি শপথের জন্য ফর্ম পূরণ করার সময় ব্যবহার করেছিলেন।
www.ndtv.com/bengali