Bengali | Edited by Indrani Halder | Thursday December 5, 2019
দেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পিভি নরসীমা রাও যদি প্রাক্তন প্রধানমন্ত্রী আই কে গুজরালের (IK Gujral) পরামর্শ শুনে কাজ করতেন তবে ১৯৮৪ সালের শিখ গণহত্যা (1984 riots) এড়ানো যেত, এমন বিস্ফোরক অভিযোগ করতে শোনা গেল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। ১৯৯৭-৯৮ সালে দেশের প্রধানমন্ত্রী ছিলেন আই কে গুজরাল, তাঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই কথা বলেন মনমোহন (Manmohan Singh)।
www.ndtv.com/bengali