Bengali | Edited by Indrani Halder | Wednesday March 25, 2020
পুরোপুরি লকডাউন (Coronavirus Lockdown), আগামী ৩ সপ্তাহ, বাড়ির বাইরে পা দেওয়ার ভাবনা? নৈব নৈব চ। মঙ্গলবার রাত ৮টার সময় জনতার উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্গে লড়তে আগামী ২১ দিন এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এই ক'দিন কোনওভাবেই ঘর থেকে বেরোনো যাবে না। আর সেই মতোই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকছে গোটা দেশ (Coronavirus in India)। বুধবার থেকে ভারতের ১৩০ কোটি মানুষ পুরোপুরি নিজেদের ঘরবন্দি অবস্থায় রাখবেন। "মঙ্গলবার মধ্যরাত থেকে পুরো দেশ লকডাউন, পুরো লকডাউনে থাকবে। ভারতকে বাঁচাতে, তার প্রতিটি নাগরিককে বাঁচাতে এগিয়ে আসুন আপনি, আপনার পরিবার ... দেশের প্রতিটি রাস্তা, প্রতিটি জায়গাকে লকডাউন করে দেওয়া হচ্ছে",ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি (Prime Minister Narendra Modi) বলেন, "আগামী ২১ দিনের মধ্যে বাড়ি চৌকাঠ পেরোনোর কথা ভুলে যান ... কারণ আপনি এই লক্ষ্মণ রেখা পার হলে ভাইরাসটিকে বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে আসবেন"।
www.ndtv.com/bengali