Bengali | NDTV | Friday August 2, 2019
গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরে (Jammu-Kashmir) ১০ হাজার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী (Paramilitary) মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার আরও ২৫,০০০ সেনা (Paramilitary) মোতায়েন করতে চলেছে সরকার। সরকারি সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর থেকেই সেনা জওয়ানরা কাশ্মীর উপত্যকায় (Jammu Kashmir) পৌঁছতে শুরু করেছে এবং আজ সকাল থেকে তাদের রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করার কাজ শুরু হয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরে (Jammu Kashmir) এত বড় সংখ্যক সেনা মোতায়েনের পর বিভিন্ন ধরণের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে।
www.ndtv.com/bengali