Bengali | Edited by Indrani Halder | Thursday April 16, 2020
সমস্ত সতর্কতা সত্ত্বেও দেশে (India) করোনা সংক্রমণ (Coronavirus) আটকানো যাচ্ছে না। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করে দেওয়া হয়েছে। এরই মধ্যে ভারতের এই করোনা যুদ্ধে পাশে দাঁড়াল প্রতিবেশী দেশ চিন। যাতে ভারতে আরও দ্রুত করোনা সংক্রমণজনিত পরীক্ষা করা যায় তার জন্যে এবার ৬৫০,০০০ টি মেডিকেল কিট পাঠাল শি জিনপিংয়ের দেশ (China)। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানেই শেষ নয়, চিন জানিয়েছে আগামী ১৫ দিনের মধ্যে আরও ২০ লক্ষ পিপিই কিট এদেশে পাঠাবে তাঁরা।
www.ndtv.com/bengali