Bengali | Edited by Indrani Halder | Saturday February 22, 2020
প্যান কার্ডের (PAN Card) জন্যে এখন আর আপনাকে আয়কর দফতরের (Income Tax Department) আশেপাশে চক্কর কাটতে হবে না। দেশের সাধারণ মানুষের সুবিধার জন্যে আয়কর বিভাগ অবিলম্বে প্যান পাওয়ার একটি সুবিধা চালু করেছে, যার নাম ই-প্যান ব্যবস্থা। এই সুবিধার (E-Pan) আওতায় পিএনএফ ফরম্যাটে আবেদনকারীদের প্যান কার্ড দেওয়া হবে, যা একেবারেই বিনামূল্যে পাওয়া যাবে। ই-প্যান কার্ড পাওয়ার জন্যে আবেদনকারীর একটি বৈধ আধার (Aadhar) নম্বর থাকতে হবে এবং আপনার মোবাইল নম্বরটি আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে।
www.ndtv.com/bengali