Bengali | Edited by Indrani Halder | Wednesday February 12, 2020
২০১৪ সালের পর দেশ জুড়ে আছড়ে পড়েছিল মোদি ঢেউ, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ঢেউয়েও বোধহয় ভাটা পড়তে চলেছে। কেননা দেখা যাচ্ছে গত গত দু'বছরে ৭ রাজ্যে হার হয়েছে বিজেপির। দিল্লি বিধানসভা নির্বাচন (Delhi Election Results 2020) ঘিরে তাও স্বপ্ন দেখছিল পদ্ম শিবির, কিন্তু মঙ্গলবার যত এগিয়েছে ভোটগণনা, ততই সেই আশা ফিকে হয়েছে। গতবার অর্থাৎ ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে দিল্লিতে ৩টি আসনে জিতেছিল বিজেপি। এবারে দিল্লি বিজেপির (BJP) সভাপতি মনোজ তিওয়ারি ৪৮ টি আসনে জয়ের প্রত্যাশা করেছিলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় আসবেন বলে আশাবাদী ছিলেন। কিন্তু ক্রমশই দেখা যায়, দিল্লিতে বিজেপির মন ভেঙে দিয়ে ফের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে আম আদমি পার্টির (AAP) বিজয়রথ।
www.ndtv.com/bengali