Bengali | Reported by Sunil Prabhu, Edited by Biswadip Dey | Wednesday January 29, 2020
গর্ভপাতের অনুমতি দেওয়ার জন্য সর্বোচ্চ সীমা ২৪ সপ্তাহ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বর্তমানে তা ২০ সপ্তাহ। এবার সেটা ২৪ সপ্তাহে বাড়ানোর অনুমোদন দেওয়া হল বুধবার। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এদিন একথা জানিয়েছেন। তিনি বলেন, সীমা বাড়ানোর ফলে এটি গর্ভাবস্থার নিরাপত্তা নিশ্চিত করবে এবং মহিলাদের শরীরে প্রজনন অধিকারও বজায় রাখবে। সেই কারণেই গর্ভপাতের অনুমতির সময়সীমা ২০ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৪ সপ্তাহ করা হল। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘এটা গুরুত্বপূর্ণ, কেননা প্রথম পাঁচ মাসের ক্ষেত্রে এমন ঘটনা রয়েছে, যেখানে মেয়েটি বুঝতে পারেনি এবং তাকে আদালতে যেতে হয়েছে।'' তিনি আরও বলেন, মহিলা ও চিকিৎসকদের একাংশের তরফ থেকে দাবি জানানো হয়েছিল সময়সীমা বাড়ানোর জন্য।
www.ndtv.com/bengali