Bengali | Written by Manish Kumar | Monday June 24, 2019
ইতিমধ্যেই বিহারের মুজফফরপুর জেলার ২৮৯টি পরিবারকে সামাজিক-অর্থনৈতিক জরিপের আওতায় আনা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ২৮০টি পরিবার রয়েছে দারিদ্র্যসীমার নীচে। যাঁদের মধ্যে অধিকাংশই মজুর। এবং কোনোমতে রোজের রুটিটুকু তাঁরা জোগাড়ে সক্ষম।
www.ndtv.com/bengali