Bengali | Edited by Indrani Halder | Tuesday February 18, 2020
ভোডাফোন আইডিয়া গত এক দশকে ২ লক্ষ কোটি টাকারও বেশি লোকসান করেছে এবং সংস্থার (Vodafone Idea) এই অবস্থায় যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে (Telecom AGR Issue) রাতারাতি সরকারকে তার সমস্ত প্রাপ্য মিটিয়ে দিতে হয় তবে ব্যবসা গুটিয়ে চলে যেতে হবে তাকে। NDTV-কে এমনটাই জানালেন ওই সংস্থার পরামর্শদাতা আইনজীবী মুকুল রোহতগি। তিনি বলেন, লোকসানের ফলে যদি এ দেশ থেকে ভোডাফোন ব্যবসা গুটিয়ে চলে যায় তাহলে কমপক্ষে ১০,০০০ মানুষ বেকার হবেন ও দেশের প্রায় ৩০ কোটি ভোডাফোন গ্রাহক সমস্যায় পড়বেন। শুধু তাই নয়, এই ঘটনার প্রভাব পুরো টেলিকম সেক্টরেও পড়বে। কেননা এভাবে যদি এক একটি টেলিকম সংস্থা ব্যবসা গুটিয়ে চলে যায় তবে টেলিকম সেক্টরে পারস্পরিক প্রতিযোগিতা নিশ্চিহ্ন হয়ে যাবে। কেননা দেশে যদি মাত্র দুটি টেলিকম সংস্থা থাকে তবে তারা তাদের মতো করে ব্যবসা চালাবে, যার ফলে আখেরে ক্ষতির মুখে পড়বেন সাধারণ গ্রাহকরাই, এমনটাই ব্যাখ্যা আইনজীবী মুকুল রোহতগির (Mukul Rohatgi)।
www.ndtv.com/bengali