Bengali | Edited by Indrani Halder | Saturday March 7, 2020
এ দেশে ক্রমশই ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের আতঙ্ক। ইতালি থাকা আসা পর্যটকদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় একলাফে ভারতে এই মারণ ভাইরাস (Coronavirus) আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। এক আক্রান্তের থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে অন্য আরেকজনের শরীরেও। বর্তমানে এ দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩১। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে কোনও বিদেশি দেখলেই আতঙ্কিত হয়ে যাচ্ছেন মানুষজন। এরই মধ্যে সাময়িকভাবে তাজমহল (Taj Mahal) বন্ধ রাখার সুপারিশ করলেন আগ্রার (Agra) মেয়র। শুধু তাজমহলই নয়, দেশের সমস্ত ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি আপাতত কিছুদিনের জন্যে পর্যটকদের দর্শনের জন্যে বন্ধ রাখার কথা বলেন তিনি। আগ্রার মেয়র নবীন জৈন বলেন, "প্রচুর বিদেশি পর্যটক আগ্রা সফরে আসেন, এর ফলে বাড়তে পারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা। যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত আমি ভারত সরকারকে তাজমহল সহ দেশের সমস্ত ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি সাময়িকভাবে বন্ধ রাখার জন্যে অনুরোধ করছি"।
www.ndtv.com/bengali