Bengali | Edited by Indrani Halder | Monday April 27, 2020
একেই বোধহয় বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো। করোনা (Coronavirus) আক্রান্ত সন্দেহে আগ্রার একটি কোয়ারান্টাইন সেন্টারে (Agra Quarantine) রাখা হয়েছে বহু মানুষজনকে। উদ্দেশ্য একটাই, যাতে অন্যদের মধ্যে COVID- 19 এর সংক্রমণ না ছড়ায়। কিন্তু বাস্তবে যা দেখা গেল তাতে চোখ কপালে ওঠার জোগাড়। সম্প্রতি দুটি মোবাইল ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে দেখা যাচ্ছে ওই কোয়ারান্টাইন সেন্টারে থাকা মানুষজন (Agra Coronavirus) সেখানকার পিছনের গেট দিয়ে দিব্যি চা-বিস্কুট-জলের বোতল কিনছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার
www.ndtv.com/bengali