Bengali | Edited by Rajit Das | Thursday August 8, 2019
জম্মু-কাশ্মীরকে (Jammu Kashmi) ঢেলে সাজাতে উদ্যোগী মোদী সরকার। বিলোপ করা হয়েছে ৩৭০ ধারা। ফলে, উপত্যকায় অশান্তির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ৩০ জন বন্দিকে (prisoners) কাশ্মীর (Kashmir) থেকে নিয়ে আসা হয়েছে আগ্রায়। তাদের বেশিরভাগের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ রয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে বায়ু সেনার বিশেষ বিমানে বন্দিদের উত্তর প্রদেশেরে আগ্রায় আনা হয়েছে। জম্মু-কাশ্মীর (Jammu Kashmi) অশান্তি রুখতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে সরকার। সামনেই ঈদ। সেদিন কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিছিন্নতাপন্থী বন্দিদের জেল স্থানান্তরের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, আগ্রা কেন্দ্রীয় কারাগারে উপত্যকার এই ৩০ বন্দিকে রাখা হয়েছে।
www.ndtv.com/bengali