Bengali | NDTV | Wednesday August 8, 2018
অজস্র মানুষকে কাঁদিয়ে তামিলনাড়ুর প্রিয় কালাইনার সমাধিস্থ হলেন মেরিনা বিচে। চেন্নাইয়ের রাজাজি হলে করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেখানেই শ্রদ্ধা জানানোর উন্মাদনায় পদপিষ্ট হলেন বহু মানুষ। অবস্থা সামাল দিতে লাঠি চালাতে হয় পুলিশকে। গতকাল সন্ধে ছ'টা দশ নাগাদ দ্রাবিড় রাজনীতির প্রাণপুরুষ মুথুভেল করুণানিধি চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে 94 বছর বয়সে প্রয়াত হলেন। কিন্তু, তাঁর মৃত্যুর পর তাঁর শেষকৃত্য নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। মাদ্রাজ হাইকোর্ট সিদ্ধান্ত নিল তামিল রাজনীতির অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মতোই করুণানিধির শেষকৃত্যও মেরিনা বিচেই সম্পন্ন হবে। এই নিয়ে করুণানিধির দল ডিএমকে একটি পিটিশনও জমা দিয়েছিল আদালতকে। ডিএমকের প্রাণপুরুষ করুণানিধি বয়সজনিত কারণে অসুস্থ হয়ে ভর্তি হন চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে। সেখানে তিনি মোট 11 দিন ধরে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যাবেলায় তাঁর প্রয়াণের কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
www.ndtv.com/bengali