Bengali | Edited by Biswadip Dey | Monday December 30, 2019
সংশোধিত নাগরিত্ব আইনের বিরোধিতায় (Citizenship Amendment Act) বিহারের কিষানগঞ্জে জনসভা করলেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। সেই সভায় বিহারের নানা রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। সেই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করার পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এনডিএ সরকার থেকে বেরিয়ে আসার আর্জিও জানান তিনি। কিষানগঞ্জের রুইদাস ময়দানে ‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’ শীর্ষক সভায় তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদি ও অমিত শাহ সামান্য রাজনীতিবিদ নন। নীতীশ কুমার, আপনি এঁদের সঙ্গ ছাড়ুন। বিজেপির থেকে নিজেকে পৃথক করে নিন। আমরা সবাই আপনাকে সমর্থন করব। বিহারে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের জন্য বিজেপি ছেড়ে দিন।’’
www.ndtv.com/bengali