Bengali | Edited by Indrani Halder | Tuesday October 8, 2019
Air Force Day 2019: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান আজ (মঙ্গলবার) দিল্লির নিকটবর্তী হিন্ডন এয়ার বেসে ভারতীয় বিমান বাহিনী দিবস উদযাপনের সময় মিগ-21 বাইসন গঠনের নেতৃত্ব দেন। মিগ 21 বাইসন সোভিয়েত যুগের যুদ্ধবিমানের একটি আধুনিক সংস্করণ। উইং কমান্ডার বর্তমানকে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানি এফ -16 বিমানকে গুলি করে নামানোর জন্যে বীরচক্র প্রদান করা হয়। শত্রুপক্ষের পাল্টা আক্রমণ হয় তাঁর বিমানটি লক্ষ্য করেও। বায়ুসেনা প্রধান আরকেএস ভাদৌরিয়া বলেন, "প্রতিবেশী দেশটির কারণেই বর্তমান সুরক্ষা ব্যবস্থা" আঁটোসাঁটো রাখতে ভারতীয় বিমানবাহিনীকে (আইএএফ) সর্বদা সজাগ থাকা দরকার। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) ৮৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী (Air Force Day) উপলক্ষে আইএএফ সদস্য ও তাঁদের পরিবারকে সম্বোধন করে তিনি বলেন, "সমস্ত বায়ুসেনার যোদ্ধাদের সর্বদা অত্যন্ত সততার সঙ্গে দায়িত্ব পালন করা উচিত"। দিনটি আরও একটি কারণের জন্য তাৎপর্যপূর্ণ, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ফ্রান্সে হস্তান্তর করা হবে সে দেশ থেকে কেনা নতুন মাল্টিরোল ফাইটার জেট রাফাল। সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াতও হিন্ডনে বায়ুসেনার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
www.ndtv.com/bengali