Bengali | Edited by Indrani Halder | Thursday April 23, 2020
করোনা সংক্রমণ (Coronavirus) কমাতে ২৫ মার্চ থেকে সারা ভারত লকডাউনের আওতায়, ফলে ঘরবন্দি (India Lockdown) থাকতে হচ্ছে মানুষকে। আর এরই সুফল মিলেছে প্রকৃতিতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে যে, এই লকডাউনের ফলেই ভারতের দূষণ (Air pollution) একধাক্কায় অনেকটা কমে গেছে। ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) বলছে, গত ২০ বছরের মধ্যে এই প্রথম উত্তর ভারতের বায়ুদূষণ বিরাট মাত্রায় কমতে দেখা গেছে। নাসার উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, লকডাউনের পর বাতাসে অ্যারোসোলের (Aerosol) মাত্রা এতটাই নেমে গেছে যে তা একরকম ঐতিহাসিকই বলা চলে।
www.ndtv.com/bengali