Bengali | Edited by Indrani Halder | Sunday September 22, 2019
মাঝ আকাশে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় দুটি এয়ার ইন্ডিয়া বিমানকে(Air India Plane), তবে ওই ঘটনায় একটি বিমানের সামান্য ক্ষতি হয় এবং অন্য বিমানের (Air India) একজন কেবিন কর্মী আহত হন। শুক্রবার বিমানবন্দর থেকে ১৭২ জন যাত্রী নিয়ে কোচি হয়ে দিল্লি থেকে ত্রিভান্দ্রমগামী রওনা হওয়ায় বিমানটি মাঝ আকাশে অশান্ত পরিবেশের মধ্যে পড়ে। তবে সৌভাগ্যবশত বিমানের সমস্ত যাত্রীই নিরাপদে রয়েছেন।
www.ndtv.com/bengali