Bengali | NDTV | Saturday June 29, 2019
এক পুর আধিকারিককে ক্রিকেট ব্যাট (Thrashed with cricket bat)দিয়ে মারধর করার মামলায় শনিবার জামিন( Bail) পেলেন বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয় (Akash Vijayvargiya) ।বুধবার তাঁকে সরকারি আধিকারিককে মারধর করা ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারির পর প্রাথমিক ভাবে তাঁকে আগামী ৭ জুলাই পর্যন্ত জেলবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়।এরপরেই নিজের জামিনের জন্যে আবেদন করেন কৈলাশ বিজয়বর্গীয়ের(Kailash Vijayvargiya) ছেলে।বিজেপি বিধায়কের(BJP MLA) সেই আবেদনেই সাড়া দিয়ে তাঁকে জামিন দেয় ভোপালের বিশেষ আদালত।অথচ তাঁর গ্রেফতারির পরপরই আকাশ বিজয়বর্গীয়কে জেলা আদালত জানিয়ে দেয় যে তাঁর জামিনের আবেদন শোনা হবে না। জেলা আদালতের বিচারক বলেন, এই মামলাটি ভোপালের বিশেষ আদালতের অধীনে পড়ছে এবং এরপরেই মামলাটি ওই আদালতে স্থানান্তর করেন বিচারক।
www.ndtv.com/bengali