Bengali | Edited by Biren Bhattacharya | Wednesday February 5, 2020
নির্ভয়া গণধর্ষণ ও খুনের (Nirbhaya Gang-Rape and Murder Case) ঘটনায় সাজাপ্রাপ্ত চারজনের মধ্যে ফাঁসির রদ করতে একজনের আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি, সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। গত শনিবার আবেদন করে সাজাপ্রাপ্ত অক্ষয় ঠাকুর (Akshay Thakur) । বুধবার দিল্লি হাইকোর্ট জানায়, সমস্ত রকম আইনি রক্ষা কবচের জন্য এক সপ্তাহ সময় পাবে নির্ভয়ার (Nirbhaya case) সাজাপ্রাপ্তরা, তারপরেই তাদের সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু করবে আদালত।
www.ndtv.com/bengali