Bengali | Written by Joydeep Sen | Thursday March 26, 2020
তিনি বলেন, "রাজ্য পুলিশের সঙ্গে কথা বলেই আমরা একটা হেল্পলাইন নম্বর (২৫৬৩-৮৩৮৩) চালু করেছি। সেই নম্বরে যোগাযোগ করলে আমাদের নেটওয়ার্ককে সক্রিয় করে গণজমায়েতস্থল চিহ্নিত করছি আমরা। পাশাপাশি দুঃস্থদের উদ্ধারে পুলিশকে বার্তা পাঠাচ্ছি।গোটা অভিযান চেন সিস্টেমে সমন্বয় তৈরি করে করা হচ্ছে।" বিস্তৃত ভাবে অম্বরীশ বাবু বলেছেন, একমাত্র দার্জিলিং বাদে প্রতি জেলায় ১০-১২ জন হ্যাম রেডিও অপারেটর আছে। তাঁরা নিজস্ব নেটওয়ার্ক সক্রিয় করে গণ জমায়েত আর ভবঘুরেদের তথ্য তুলে আনতে পারছে।
www.ndtv.com/bengali