Bengali | Edited by Rajit Das | Wednesday August 7, 2019
ফের বিতর্কে উত্তরপ্রদেশের (Utter Pradesh) খাটাউলির বিজেপি বিধায়ক ভিক্রম সাইনি (Vikram Saini)। এর আগে মোদী বিরোদীদের ‘দেশবিরোধী’ বলেছিলেন। বিরোধী কন্ঠস্বর বন্ধ করতে তাদের বোম মেরে, মেরে ফেলারও নিদান দিয়েছিলেন। আর এবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) বিলোপ নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন এই বিজেপি বিধায়ক। মঙ্গলবার সংসদে রদ হয়েছে ৩৭০ ধারা। যাকে ঐতিহাসিক বলছে কেন্দ্রের বিজেপি (BJP)সরকার। অখণ্ড ভারতের সমর্থনে দেশের নানা প্রান্তে বিজয় উদযাপন করছে বিজেপি। মঙ্গলবার এক সভায় খাটাউলির বিজেপি বিধায়ক ভিক্রম সাইনি (Vikram Saini) জানান, তিনি মনে করেন এর ফলে দলের যুবকরা এবার নির্ভয়ে কাশ্মীরী মহিলাদের বিয়ে করতে পারবেন।
www.ndtv.com/bengali