Bengali | Agencies | Tuesday November 13, 2018
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন তিনি মনে করেন তৃণমূল বা সিপিএম, কোন পক্ষের সঙ্গে জোট করেই কংগ্রেসের দীর্ঘমেয়াদি লাভ হবে না। আর এভাবে সংগঠনও বাড়বে না বলে মনে করেন প্রদেশ সভাপতি। যদিও বিহার থেকে শুরু করে উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে জোট করেই সাফল্য পেয়েছে কংগ্রেস। কিন্তু সোমেন জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে তিনি বলেছেন একা লড়লেই কংগ্রেসের ভাল হবে।
www.ndtv.com/bengali