Bengali | Edited by Indrani Halder | Wednesday July 29, 2020
৭.০০০ কিলোমিটার দূরত্ব পেরিয়ে আজই (বুধবার) ভারতে এসে পৌঁছবে বহু বিতর্কিত ৫টি রাফাল যুদ্ধবিমান (Rafale fighter jets)। হরিয়ানার আম্বালার (Ambala) বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করবে সেগুলো। বায়ুসেনা ( Indian Air Force) প্রধান আর কে এস ভাদৌরিয়া আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিমানগুলোকে স্বাগত জানাবেন। দুই দশকেরও বেশি সময় পর ভারতে কোনও যুদ্ধবিমানের অধিগ্রহণ করা হচ্ছে। ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ফরাসি সংস্থা দাসল্ট এভিয়েশন থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্যে ৫৯,০০০ কোটি টাকার একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুসারেই ভারতকে এই যুদ্ধবিমান জোগান দিচ্ছে ফ্রান্স।
www.ndtv.com/bengali